শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

বরগুনায় তরুণদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ০৪:১৬ এএম

শেয়ার করুন:

বরগুনায় তরুণদের নিয়ে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন

তরুণদের ইতিবাচক চিন্তায় দেশ গঠনে উদ্বুদ্ধ করতে বরগুনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির আর্থিক সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশ গঠনে তারুণদের ভাবনা ও নাগরিকদের বিভিন্ন মতামত তুলে ধরা হয়। এতে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় ৫ ঘণ্টাব্যাপী বরগুনা পৌরসভার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।


বিজ্ঞাপন


ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিকাল ল্যান্ডস্কেপ (এসপিল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নাগরিকদের বিভিন্ন দাবি ও মতামত প্রকাশ করতে আমিও জিততে চাই ডটকম (amiojittechai.com) নামক একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে প্রবেশ করে যে কেউ যেকোনো দাবি ও মতামত জানানোর সুযোগ পাবেন। সারাদেশের তরুণদের মাঝে নাগরিক প্রত্যাশা ও মতামত তুলে ধরতেই এ প্ল্যাটফর্ম তৈরি ও বিভিন্ন জেলায় ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরগুনায় অনুষ্ঠিত হয়েছে এ ক্যাম্পেইন।

এসময় উপস্থিত তরুণদের বিভিন্ন মতামত তুলে আলোচনাসহ নাট্য প্রদর্শনী, ইন্টারেক্টিভ থিয়েটার পারফর্মেন্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতাসহ ক্যাম্পেইনের শো-রিল প্রদর্শন করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারীরা সমকালীন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুর সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ক্যাম্পেইনে অংশ নেওয়া সাংস্কৃতিক কর্মী ইসরাত জাহান মিম বলেন, আমাদের দাবিগুলো চাইলে আমরা সব জায়গায় বলতে পারিনা। আমিও জিততে চাই নামক যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের ভাবনা ও মতামত জানানোর সুযোগ পেয়েছি।

মো. সজীব হোসেন নামের এক সেচ্ছাসেবী বলেন, তরুণরাও যে কথা বলতে পারে, দেশ নিয়ে কথা বলতে তা এই ক্যাম্পেইনের মাধ্যমে জাগ্রত হবে। এখানে যে তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেছেন তারা তাদের দাবিগুলো সমাজের নীতিনির্ধারক পর্যায়ে জানানোর সুযোগ পাবে।


বিজ্ঞাপন


বরগুনার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, তরুণরা সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করবে এবং করছে, ভবিষ্যতেও করবে। কোনও অন্যায় অবিচার হলেই তারা ঝাঁপিয়ে পড়বে, প্রতিরোধ করবে, আন্দোলন করবে এমনটাই আমরা প্রত্যাশা করি। যার প্রমাণ ২৪ এ তরুণরা দিয়েছে। তবে তরুণরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের চুড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। তরুণদের তারুণ্য নিয়ে আরও জাগ্রত থাকতে হবে। তরুণদের সঠিক আচরণ, বচন, বসন ও বিচরণ এই চারটি প্রত্যাশা নিয়েই আমাদের আকাঙ্ক্ষা পূরণ করব।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রঞ্জু আরা শিপু বলেন, প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা-মায়ের অনেক প্রত্যাশা থাকে। একটা পরিবারের বড় সন্তান যদি একটু খারাপ দিকে চলে যায় তাহলে ওই পরিবারটির আর বেঁচে থাকা সহজ হয়ে ওঠে না। এ কারণে বিশেষ করে বড় সন্তান যারা রয়েছেন তাদের এমনভাবে চলা উচিত যাতে পরিবারের ছোটরাও মাথা উঁচু করে চলতে পারে। আমিও জিততে চাই এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞা হয় যাতে আমরা কেউ মাদকের প্রতি আসক্ত না হই এবং আমাদের চলাফেরা আচার-আচরণে সবসময় যেন শালীনতা বজায় থাকে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, ‘আমিও জিততে চাই’ নামে একটি ওয়েবসাইট করা হয়েছ। এ প্লাটফর্মে দেশের নাগরিকরা রাষ্ট্রের কাছে পাওয়া নাগরিক সেবা ও না পাওয়া দাবিগুলো তুলে ধরতে পারবেন। এছাড়া ক্যাম্পেইনের মাধ্যমে একই সঙ্গে তরুণদের নিয়ে একটি পলিসি ডায়লগের আয়োজন করেছি। এর মাধ্যমে নীতিনির্ধারক পর্যায়ে তরুণদের বিভিন্ন সুপারিশ তুলে ধরতে পারবেন।

আয়োজিত ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর