শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আপন চাচাতো ভাইয়ের হাতে কৃষক খুন 

আওয়ামী লীগ কর্মী মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসান রাসেল নিজ বাড়িতে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলন: শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার আসামি গ্রেফতার


বিজ্ঞাপন


গ্রেফতারের পর রাসেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, গ্রেফতার রাসেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর