শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

অবশেষে বদলি হলেন ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

অবশেষে বদলি হলেন ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি করা হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হত্যা মামলায় আসামি করায় বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

ফেনী জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলন: শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার আসামি গ্রেফতার


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা বলেন, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারকে ছাত্র-জনতার ওপর গণহত্যার প্রধান সহযোগী, ২৪-এর বন্যার নীরব দর্শক ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানাই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর