শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

বাংলাদেশ গণঅধিকার পরিষদের অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের টাঙ্গাইল সদর উপজেলা শাখার জন্য এক বছর মেয়াদী ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে আল আমীন উদয়কে সভাপতি ও এইচএম সিয়াম আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (৯ নভেম্বর) সকালে সভাপতি আল-আমীন উদয় বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণভোজ

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলী স্বাক্ষরিত এই নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম নিলয়, অনিক হাসান, শাকিল, শাহরিয়ার খান আকাশ, রিপন রাইয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ইসলাম, কামাল শেখ, আকাশ রহমান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।

আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি


বিজ্ঞাপন


টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সব ইউনিয়নের কমিটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর