বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হেনোরা বেগম (৬৫) ও রুম্মান চৌধুরীর (২৪) মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১৩১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
হেনোরা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ও রুম্মান বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হেনোরা বেগম বরিশাল সদর উপজেলার কর্নকাঠি গ্রামের বাসিন্দা। রুম্মান চৌধুরী বরগুনার বামনা উপজেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি ৩২ জন রোগী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনজন করে পিরোজপুর ও বরগুনা এবং দু’জন করে ভোলা ও পটুয়াখালীর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখন পর্যন্ত ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৯৬ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৫ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৮২ জন রোগী।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা সরকারি হাসপাতালে ভর্তি হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দেয়ার স্যালাইন ও ওষুধ পর্যাপ্ত রয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার চেয়ে প্রতিরোধ করা উত্তম জানিয়ে স্বাস্থ্য পরিচালক বলেন, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। বাসার আশেপাশের জমে থাকা পানি ও নোংরা আবর্জনা পরিস্কার করতে হবে।
প্রতিনিধি/ এজে