শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা নাশকতার মামলায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা নাশকতার মামলায় গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা নাশকতার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে হামিদুল ইসলাম ফোরকান ও মৃত নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মো. তামিম ভুঁইয়া।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর নাশকতার মামলা করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর