সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে প্রাইভেটকার থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে প্রাইভেটকার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে প্রাইভেটকারের ভেতর থেকে শফিক বেপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার

নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার জন্য মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে এলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার লাশ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর