বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী বাজারে চাঁন বক্স (৪২) নামে এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় (শুক্রবার ৮ নভেম্বর) সকালে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার সুপারি ব্যবসায়ী চাঁন বক্স উপজেলার চিংড়াখালী গ্রামের রহমান বক্সের ছেলে।
সুপারি ব্যবসায়ী চাঁন বক্স জানান, ঘটনার সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিংড়াখালী বাজারে তার অন্য ব্যাবসা প্রতিষ্ঠান কাপড় ও কসমেটিক্সের দোকানে বসে ছিলেন। এসময়ে ৩/৪ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে পড়ে কিছু বুজে ওঠার আগেই ধারাল ছুরি দিয়ে তার বাম হাত, ঘাড়সহ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে ড্রয়ার ভেঙে সুপারি ক্রয়ের জন্য রাখা ১১ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে পার্শ্ববতী পিরোজপুর হাসপাতালে ভর্তি করে।
বিজ্ঞাপন
ব্যবসায়ীর বড় ভাইয়ের ছেলে রুবেল কক্স বলেন, শুক্র ও শনিবার লাউরি ও চিংড়াখালী বাজারে সুপারি কেনার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে ১১ লাখ টাকা উত্তোলন করেন তার চাচার ম্যানেজার। ওই টাকা দোকানে রেখেছিলেন। ধারণা করা হয় ব্যাংক থেকে উত্তোলন করা টাকার সংবাদ ছিল হামলাকারিদের কাছে।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস