মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

কম্পিউটার শিখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ইকরাম

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

কম্পিউটার শিখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ইকরাম

ভোলার বোরহানউদ্দিনে বাড়ি থেকে কম্পিউটার শিখতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইকরাম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়, বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা চার রাস্তার মাথা নামক এলাকায়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত ইকরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের প্রবাসী মো. হারুন-অর-রশীদের একমাত্র ছেলে। তিনি তজুমদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে ইকরাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে কুঞ্জেরহাট বাজারে কম্পিউটার শিখতে যায়। কম্পিউটার শিখে সন্ধ্যার দিকে তারা মনিরাম বাজারে যাওয়ার পথে লেবুকাটা চার রাস্তার মাথা এলাকায় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ইকরামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকরামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যে ইকরামের মৃত্যু হয়।

গুরুতর আহত দুই বন্ধু বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, নিহত ইকরামের পরিবারের পক্ষ থেকে পুলিশ কোনো অভিযোগ পায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর মোটরসাইকেলটিও খুঁজে পায়নি। তবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর