ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘মসজিদ নির্মাণেও দুর্নীতি করেছে আওয়ামী লীগ’
শোভাযাত্রাটি পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড, বাজারসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। এ সময় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি শামসুল আলম সরকার, জাসাস নেতা ফকির এরশাদ, বিএনপি নেতা মিজানুর রহমান শেলী, দেওয়ান মো. জসিম দেওয়ান ও উপজেলা বিএনপির নেতারা।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
বিজ্ঞাপন
এ সময় সাবেক মেয়র মুজিবুর রহমান বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের ভার দেয় সিপাহী-জনতা। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন জনগণের রায়ে বিজয়ী হওয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।’
শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/ এমইউ