কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হরিচরণ এলাকার একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও চার্জার গার্ড উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মে) রাত ১২টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের হরিচরণ এলাকা এসব উদ্ধার করে রাজার হাট থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল দলের পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল আমিন রাজারহাট-তিস্তা সড়ক অদিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে পরিত্যক্ত অবস্থায় থাকা ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগজিন ও একটি চার্জার গার্ড উদ্ধার করেন।
বিজ্ঞাপন
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, ধারনা করা হচ্ছে কেউ এসব নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে গেছে।
প্রতিনিধি/এএ