বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা   
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহত মাদরাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)। সে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। 

তাওহীদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। নিহত তাওহীদ খোরশেদ আলমের একমাত্র ছেলে।   

আরও পড়ুন: তালগাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় সেখানকার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদরাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা পুলিশকে জানায়। তখন পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর