সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নীলফামারীর ডোমারে দূরপাল্লার যাত্রী বাহি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানে যাত্রী মফিজুল ইসলাম (৫৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডোমার চিলাহাটির সড়কে বেতগাড়ার মিলেরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মফিজুল ইসলাম ডোমার থানার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বারিকামারি গ্রামের মৃত সাহের উদ্দিনের ছেলে। এঘটনায় মনু (২০) আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিরজাগঞ্জ থেকে ডোমারের উদ্দেশ্য বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ব্যাটারি চালিত ভ্যান যোগে যাচ্ছিলেন মফিজুল ইসলাম (৫৮), ডোমার চিলাহাটি সড়কে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন মফিজুল ইসলাম, মনু মিয়া (২০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর