চুয়াডাঙ্গায় ভ্যান থেকে ছিটকে পড়ে কুলসুম বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার সজিব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা রেলবাজারে ব্যক্তিগত কাজ শেষে ভ্যানে বাড়ি আলুকদিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পৌরসভার সামনে একটি রিকশার সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে