বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে মাহিন্দ্র-পিকআপের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠি রাজাপুর উপজেলায় মাহিন্দ্র (থ্রি-হুইলার) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
 
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন। 
thumbnail_IMG_20241104_134542
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এবং আরও ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।
 
মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।
 
প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন