হোস্টেলের দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে জিসান (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা হাইস্কুলের হোস্টেলের রুমে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জিসান দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে দেবহাটা উপজেলার সিয়া পাড়া এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে।
জিসানের আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা না গেলেও নলতার হোস্টেলে তার লাশ নিতে আসা নিহতের স্বজনরা জানায়, জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে বাইক কিনে দেওয়ার আবদার করছিল। দারিদ্র বাবা মোটরসাইকেল কিনে দিতে ব্যার্থ হওয়ায় গত রোববার রাতে জিসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্বজনরা আরও জানান, তার বাবা মা বর্তমানে ভারতের তামিল নাড়ুতে কাজ করতে অবস্থান করছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, জিসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস