মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন।

উপজেলার মকরধ্বজপুর বর্ডার থেকে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (৪ নভেম্বর) সকালে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভিকটিমের মাধ্যমে জানা যায় চোরাকারবারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিল। ভিকটিমদের দেওয়া তথ্য অনুযায়ী নিজস্ব গোয়েন্দা সংস্থার বিভিন্ন মাধ্যম হতে পাওয়া তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল গতকাল সন্ধ্যার দিকে সীমান্ত পিলার-৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর বর্ডার পাড়া গ্রামের মো. ফিরোজের খেজুর বাগানের মধ্যে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে খেঁজুর বাগানের মধ্যে লুকিয়ে রাখা মাটির নিচ হতে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উদ্ধার পিস্তলটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জমা করা হয়েছে। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর