বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

লেবু বাগানে মিলল গৃহবধূর লাশ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

লেবু বাগানে মিলল গৃহবধুর লাশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে একটি লেবু বাগান থেকে মোছা. সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত সালমা আক্তার উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মণ্ডলের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের মো. ইসলাম সরদারের ছেলে মো. আকামদ্দির সঙ্গে বিবাহ হয়। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরাফ হোসেন (মেম্বার) জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেওয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। বাবার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতিনিয়ত বাবার বাড়ি আসতেন। গতকাল দিনের বেলা বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে অনেক রাত অব্দি না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। সেখানে না পেয়ে আবার বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে হলুদ গাছ ভাঙা দেখতে পায়। সেখানে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভেতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গত রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর