চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে হাজির হয়ে অপরাধের পথ থেকে ফিরে আসতে এলাকার লোকজনের সহযোগিতা চাইলেন খোরশেদ নামের এক মাদক কারবারি।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ৮ টায় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। এর আগে তাদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে এবং জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সম্প্রতি, এলাকাবাসী তাদের বিরুদ্ধে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেছেন।
বিজ্ঞাপন
এ নিয়ে এলাকার যুব সমাজকে রক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে খোরশেদ এসে তার অপরাধ স্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। পুলিশ আমাকে মাঝে মধ্যে ধরে নিয়ে যায়। আমি এই পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আর মাদক বিক্রি করবো না।’
মানববন্ধনে উপস্থিত বিপুল সংখ্যক জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। খোরশেদ এবং তার স্ত্রী অঙ্গীকার করেন যে, তারা ভবিষ্যতে আর মাদক কারবারে যুক্ত হবেন না।
মানববন্ধনে বক্তব্য রাখেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম ও আরিফ হোসেন।
প্রতিনিধি/একেবি