মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মদ খেয়ে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

মদ খেয়ে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় মদ খেয়ে পুকুরে গোসল করতে গিয়ে সঞ্জিত দাস গনা (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 শনিবার (২ নভেম্বর) সকালে স্থানীয়রা পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


বিজ্ঞাপন


বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, শুক্রবার রাতে সঞ্জিত মদ খেয়ে পুকুরে গোসল করতে নামেন। এরপর থেকে তার সন্ধান মিলছিল না। শনিবার সকালে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে বলে জানান ওসি।

সঞ্জিত সাগরপাড়া এলাকার কালীপদ দাসের ছেলে। ঘটনার তদন্ত চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর