পঞ্চগড়ের আটোয়ারীতে নানান অনিয়ম, দুর্নীতি, ঘুষ-বাণিজ্য ও অফিসিয়াল বিভিন্ন জাল কাগজপত্র তৈরির অভিযোগে উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইন এমপিও কপির বরাতে এ খবর পাওয়া যায়।
বিজ্ঞাপন
আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান ওই অধ্যক্ষের এমপিও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ অক্টোবর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক ইমন আমির আব্দুল মতিন সরকারকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে গত ৫ অক্টোবরের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য বলেন।
অধ্যক্ষকে দেওয়া নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) গত বছরের ৯ আগস্ট দাখিল করা তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে মাদরাসার নিয়োগ-বাণিজ্য, ঘুষ, জাল কাগজপত্র তৈরি, অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। এই মর্মে কেন আপনার বেতন-ভাতা, এমপিও-সহ ইনডেক্স বাতিল করা হবে না?
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ হয়নি।
বিজ্ঞাপন
তবে আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, ওই অধ্যক্ষের এমপিও স্থগিত করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

