বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাত্র ৫ দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২ হাজার মানুষ হত্যা করা হয়েছে। ৫ হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে। ২২ হাজার মানুষ গুলিবিদ্ধি হয়েছে। এরকম বিভিষিকাময় পৃথিবীর ইতিহাসে কোথাও নাই।
তিনি বলেছেন, এখন আর তোমাদের সঙ্গে পুলিশ থাকবে না। পথে ঘাটে মিছিল করার চেষ্টা করবেন না। করলে বাঁচতে পারবা না। জনগণের হাতে পড়লে মাংশ চামড়া এক হয়ে যাবে। তোমাদের নেত্রী আর কোনো দিন দেশে আসতে পারবে না। আর আসলে ২ হাজার মানুষকে হত্যার দায়ে ফাঁসির কাষ্টে তাকে ঝুলতেই হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকা গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পাকিস্থান সরকার আমলে স্বাধীনভাবে মিছিল মিটিং করতে পেরেছে। একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোনো দল মিটিং সমাবেশ করতে পারেনি। কিন্ত সৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা কালে কোনো মিছিল মিটিং করতে দেয়নি।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস