শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল নগরীর ভাটারখাল কলোনীতে আওয়ামী সন্ত্রাসী ও মাদক কারবারিদের হাতে বিএনপি নেতাকর্মীসহ জনসাধারণের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে।

কলোনীর সামনে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়দের উদ্যোগে এই কর্মসূচি হয়।


বিজ্ঞাপন


মানববন্ধন শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংয়ের কাছে জড়িতদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় তারা বলেন, সরকার পতনের পরও আওয়ামী সন্ত্রাসীরা কলোনীতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ মাদক বাণিজ্য চালাচ্ছে। কয়েকজন সন্ত্রাসী জেলখানায় বসে এসব অপকর্মের নির্দেশ দিচ্ছে। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন স্থানীয়রা।

আরও পড়ুন

সরকারি পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল নগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন তোতা ও বিএনপি নেতা কামরুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী শিল্পী বেগম প্রমুখ।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকারের ছত্রছায়ার আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাদের শাসনামলের পতনের পরও ভাটারখাল কলোনীতে অশান্ত করে রেখেছে। এখানকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারীরা জেলখানায় বসে এখনও কলোনীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছে। শুধু তাই নয়, স্থানীয়দের বাড়িঘরে হামলা, চাঁদা আদায়, মাদক বিক্রি, চুরি, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে তারা। বৃহস্পতিবার রাতেও বিএনপির কর্মী শিল্পী বেগমের ঘর পুড়িয়ে লুটপাট চালানো হয়েছে। এই ভাটারখাল কলোনীর পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকরী উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর