সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাখির জন্য গাছের ডালে মাটির হাঁড়ি

ফরমান শেখ, টাঙ্গাইল
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

পাখির জন্য গাছের ডালে মাটির হাঁড়ি

বিকেলের পর সন্ধ্যা নেমে আসে, আর এই সময়টা নীড়ে ফেরা পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পাখিদের নিরাপদ আবাস্থল নিশ্চিত করতে টাঙ্গাইলে গাছের ডালে ছোট ছোট মাটির হাঁড়ি বাঁধা হয়েছে। ঝড়-বৃষ্টিতে পানি জমে না থাকার জন্য এই আয়োজন করা হয়েছে।

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক মাটির হাঁড়ি বসিয়েছে।


বিজ্ঞাপন


বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানের নেতৃত্বে এতে অংশ নেন সংগঠনের সদস্যরা, সহ বিভিন্ন শিক্ষার্থীরা।

জাহিদ হাসান, বাতিঘর পাঠাগারের সদস্য, বলেন, ‘পাখিদের নিরাপদ ঘর তৈরি করা আমাদের দায়িত্ব। পাখিরা পরিবেশের অপরিহার্য অংশ এবং তাদের নিরাপদ আবাস্থল নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ।’

কামরুজ্জামান জানান, ‘আমরা বইপাঠের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রতিবছর বৃক্ষরোপণ করি। পাখিদের জন্য মাটির হাঁড়ি বসানোর এই উদ্যোগ তাদের সুরক্ষা এবং প্রজননে সহায়ক হবে।’

s


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ‘আমাদের এ উদ্যোগ ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা অন্যান্য পাখি প্রেমিদেরও উৎসাহিত করবে।’

‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগান নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত বাতিঘর আদর্শ পাঠাগার, পাঠাভ্যাস তৈরি এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর