রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

হবিগঞ্জ থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একঢালা গ্রামে লোকালয়ে আসা একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই গ্রামের কৃষক খলিলুর রহমান তার বাড়িতে বাঁশ কাটার সময় প্রাণীটিকে উদ্ধার করেন। 


বিজ্ঞাপন


পরে তিনি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাতে বিষয়টি অবহিত করেন।

খলিলুর রহমান জানান, তিনি বাঁশ কাটার সময় হঠাৎ নড়াচড়া দেখতে পেয়ে বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। এটি দেখার জন্য সেখানে অনেক লোকজন ভিড় জমায়।

হবিগঞ্জ বন্য প্রাণী কর্মকর্তা তোফায়েল তরফদার জানান, বানরটিকে উদ্ধার করে রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হবে। লজ্জাবতী বানর বাংলাদেশের একমাত্র নিশাচর বানর। মাথা গোলাকার, মুখ চ্যাপ্টা, কান ও লেজ ছোট এবং মায়াবী চোখ দু’টি বেশ বড়।

অত্যন্ত লাজুক স্বভাবের কারণে এদের নাম লজ্জাবতী বানর। চিরসবুজ ও বৃষ্টিপাতপূর্ণ ঘন বন, বাঁশঝাড় এদের পছন্দ। বর্তমানে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের বনগুলোতে এদের দেখতে পাওয়া যায়। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর