মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

এক ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক
প্রতীকী ছবি

লোকাল ট্রেন বিশকার ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেন বিশকা স্টেশন থেকে গৌরীপুর এলে ওই রুটে ট্রেন যোগাযোগ সচল হয়। এর আগে দুপুর সোয়া ৩টার দিকে বিশকা স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ স্টেশন থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেন ছেড়ে যায়। যাওয়ার পথে বিশকা স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঝারিয়া লোকাল ট্রেন এসে মোহনগঞ্জগামী ট্রেনকে টেনে নিয়ে গৌরীপুর স্টেশনে নিয়ে যায়। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর