যশোরের শেখহাটি আর্দশপাড়ায় শাহানারা বেগম সানা (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত শাহানারা বেগম ইজিবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী। জানা গেছে, বুধবার সকালে আতিয়ার ও শাহানারা যশোর ডায়াবেটিক হাসপাতালে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে আতিয়ার ইজিবাইক চালাতে বের হলে, সন্ধ্যায় ফিরে দেখেন বাড়ির মূল ফটকে এবং ঘরে তালা ঝুলানো। এরপর আতিয়ার ও তার ছেলে ইউসুফ বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন।
সেখানে তারা রক্ত মাখা কাপড়ের টুকরা দেখতে পান এবং তালা ভেঙে ঘরে ঢুকে শাহানার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শাহানার স্বামী, ছেলে ও পরিবারের অন্যান্য সদস্য জানিয়েছেন, তাদের বাড়ির ভাড়াটিয়া বাবলা ও তার খালাতো ভাই সুমন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তারা মনে করছেন, বাবলা এবং সুমন মা হত্যার পর বাড়ির দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে। যাওয়ার সময় শাহানার স্বর্ণালংকারও নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তারা।
পুলিশের তদন্তে জানা গেছে, শাহানার গলা, মাথা ও বুকে চাকুর আঘাত রয়েছে। এসআই আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
বাবলা, যিনি মাদকাসক্ত বলে পরিচিত, গত তিন মাস ধরে শাহানার বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। পরিবারের সদস্যরা বাবলাকে বাসা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, এবং ৩১ অক্টোবর তার বাড়ি ছাড়ার কথা ছিল।
এখন পুলিশ হত্যাকাণ্ডের তদন্তে পলাতক বাবলা ও সুমনের সন্ধানে কাজ করছে।
প্রতিনিধি/একেবি