রাজশাহীর গোদাগাড়ীতে আরিফুল ইসলাম নামের এক কৃষককে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে এই ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের দাবি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফুলের পরিবার ও স্থানীয় কৃষকেরা এ অভিযোগ করেন। আরিফুলের বাবা আজিজুল হক বলেন, ‘আমার ছেলে কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না। তাকে গত মঙ্গলবার রাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মাদক মামলায় আটক দেখানো হয়েছে।’
বিজ্ঞাপন
আজিজুল হক অভিযোগ করেন, গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের সহযোগী নিজাম উদ্দীন পরিকল্পনা করে তার ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়েছে। নিজাম একাধিক মাদক মামলার আসামি এবং তার ছেলে শাহিনও মাদক ব্যবসা করে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এলাকার একটি মসজিদের নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে নিহত ব্যক্তি নিজামের আত্মীয়। সেই ঘটনার পর থেকেই তারা উল্টো মামলার শিকার হয়ে আসছেন।
আজিজুল হক বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই।’ তবে অভিযুক্ত নিজাম উদ্দীন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মাদক ব্যবসায় জড়িত নই।’
গোদাগাড়ী থানার ওসি জানিয়েছেন, আরিফুল ইসলামকে অন্য সংস্থা আটক করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগীরা আরিফুলের মুক্তি ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
প্রতিনিধি/একেবি