শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার কুট্টাপাড়া নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান।

গ্রেফতার ব্যক্তির নাম নুরুল আবছার (৫০)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে ও বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, নুরুল আবছারের বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাঁচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪, বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, নুরুল আবছার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর