জয়পুরহাটে প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আফরোজা আক্তার চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাট জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আফরোজা আক্তার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২৪ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন আফরোজা আক্তার চৌধুরী। তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি। ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি সর্বশেষ পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।
নারী হিসেবে তিনিই প্রথম জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি