বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ঢাকা

নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১১ এএম

শেয়ার করুন:

নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে সাহারা (৫০) নামে এক নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার আইস কোম্পানি মোড়ের ভজন মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহারা ভৈরবের আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের আবুল মিয়ার স্ত্রী।

জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া আইস কোম্পানির মোড়ে ভজন মিয়ার দুই ভাড়াটিয়া আবুল মিয়ার স্ত্রী সাহারা বেগমের সঙ্গে অপর ভাড়াটিয়া রতন মিয়ার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে বাসায় অতিরিক্ত লোকা আসাকে কেন্দ্র করে কয়েক দিক আগে থেকেই ঝগড়া চলছিল। বুধবার বিকেলে সাহারা বেগম মালামাল নিয়ে চলে যাত্তয়ার সময় আবারও দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে খোদেজার স্বামী রতন মিয়া ও অন্যরা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এলাকাবাসী জড়িত সবাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের মেয়ে শায়লা জানান, আজকে সাতদিন ধরেই বাসায় অতিরিক্ত লোক আসা নিয়ে ভাড়াটিয়া রতন মিয়ার স্ত্রী খোদেজার সঙ্গে ঝগড়া চলছিলো। তারই জের ধরে আজকে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এতে খোজেদার স্বামী ও তার পরিবারের সদস্যরা মায়ের ওপর বাঁশ নিয়ে হামলা করে এবং পিটিয়ে হত্যা করে। তারা এই হত্যায় জড়িতদের বিচার দাবি করেন।


বিজ্ঞাপন


ভৈরব থানার পরিদর্শক তদন্ত শাহিন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার পক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর