বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম

শেয়ার করুন:

ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন, যারা ডাকাতি করে পালাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ছোট জামবাড়ীয়া ইউনিয়নের চামারপাড়ায় নামক স্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, জাহাঙ্গীর ও ইয়াকুব। তারা ভোলাহাট উপজেলার মান্নুর মোড় এলাকার মো. হাবিবুর রহমান হবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় জামবাড়ীয়ার খাপানিরবিল রহনপুর মহাসড়কে ডাকাতি করছিল কয়েকজন। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। পালানোর সময় ছোট জামবাড়ীয়া চামারপাড়ায় দুই ডাকাত ধরা পড়েন। এরপর স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর