বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার অসংখ্যক নিরাপদ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি ঝুলিয়ে হত্যা করেছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাকেই মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের বিচারের দাবিতে সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এমব কথা বলেন।
বিজ্ঞাপন
মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তারা ক্ষমতায় এসে ৫৭ জন বিডিআর কর্মকর্তাকে হত্যা করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীকে গুম, হত্যা করেছে। ট্রাইব্যুনালের বিচারের কাজ বিচারক করতেন না। তাদের লিখিত রায় বিচারকরা ঘোষণা করতো।
তিনি আরও বলেন, জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামীকে মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এত পাপ-অন্যায় করেছে যে শেষ পর্যন্ত তারা পালিয়েছেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ। দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস