বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিচুর রহমানকে গ্রেফতারের খবরে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গৌরনদী বাসস্টান্ড সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করে নেতাকর্মীরা। পরে মহাসড়কে ঘণ্টাখানেক সময় অবরোধ করে সমাবেশ করলে জনভোগান্তি হয়।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে হারিছকে গ্রেফতার করে গৌরনদী পুলিশ।
বিকেলে বরিশাল আদালতে তাকে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এসময় বিচারক সারাহ ফারজানা হক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মককর্তা গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বরিশালের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিএনপি নেতা মিন্টু গত ৫ সেপ্টেম্বর গৌরনদী থানায় ওই মামলা করেন। ২০২১ সালের ২৭ নভেম্বর বিএনপি নেতার কাছে তিন লাখ টাকা চাঁদ দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হত্যার উদ্দেশে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাকে বেধড়কভাবে মারধর করে। মামলায় নামধারী ২৪ জন ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে।
প্রতিনিধি/এসএস