বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আ.লীগ নেতার বিরুদ্ধে উচ্ছেদ-ভাঙচুর চালিয়ে জমি দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে জোরপূর্বক উচ্ছেদ ভাঙচুর চালিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। জোরপূর্বক ভাঙচুর ও মারধর করে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নাচোল উপজেলার পীরপুর শাহানাপাড়া জামতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাচোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাউসার আলী।


বিজ্ঞাপন


IMG-20241029-WA0012

মানববন্ধনে বক্তারা বলেন, জামতলা বাজারের ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পায়তারা করছেন আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছত্রছায়ায় তার সহযোগী জমশেদ আলী রঞ্জু৷ এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাঙচুর ও দোকানঘর উচ্ছেদ করে তারা। বাধা দিতে গেলে নারীদের ওপর হামলা চালায়।

IMG-20241029-WA0013

বক্তারা আরও বলেন, এর আগেও ১০ মাস আগে একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এসব দখল মারধরের কাজে মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। ভাঙচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন। পাশাপাশি সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন থানায় গিয়ে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ ভুক্তভোগী পরিবারের।


বিজ্ঞাপন


IMG-20241029-WA0014

আওয়ামী লীগ নেতা কাউসার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি জানান, জমিটি তার ভাবীর, তাই ভাবীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেন তিনি। মানববন্ধনে বক্তব্য দেন, মাহফুজুর রহমান শাওন, বাবুল আক্তার, পিংকি খাতুন, মাসুদ রানা, লিপি হকসহ অন্যরা৷

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন