সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতিয়ায় ডাকাত সর্দার গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় ডাকাত সর্দার গ্রেফতার

হাতিয়ায় কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে।   

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন কর্তৃক স্টাফ অফিসারের (অপারেশান্স) নেতৃত্বে ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

রাজবাড়ীতে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫

অভিযানে উক্ত এলাকা থেকে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে ৫টি রকেট ফ্লেয়ার, ১৯টি দেশীয় অস্ত্র (রামদা ৫টি, লোহার শাবল ২টি, দা ৪টি, চাপাতি ১টি, ছুরি ৬টি, চায়না করাত ১টি),  হরিনের শিং ২টি এবং ৪টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

thumbnail_IMG-20241029-WA0008

বেশ কিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিনের নেতৃত্বে একটি দুর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।


বিজ্ঞাপন


ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

গ্রেফতার ডাকাত ও জব্দ করা সব আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর