রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতের সিয়াম (২৩) নামে এক ফ্রিল্যান্সার আলোকচিত্রী মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত সিয়াম নয়াপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রংপুরের গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক ডেভিড হিমাদ্রী জানান, খবর পেয়ে ভিন্নজগতের পাশের একটি ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরণে প্যান্ট ও শার্ট ছিল। এর আগে রোববার রাত থেকে সিয়াম নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন জানান, বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। কেন এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব বেরিয়ে আসবে।
প্রতিনিধি/এসএস