মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেঘনা নদীতে অভিযান, পালাতে গিয়ে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে নিধনের সময়ে অভিযানকালে পালাতে গিয়ে জেলে নয়ন ব্যাপারী (৬০) নিহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। হিজলা থানার ওসি আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নয়ন ও তার ছেলে ফরিদ মিলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ নিধন করছিলেন। এসময় স্পিডবোটের শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসছে ভেবে দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করে। তখন নয়ন ট্রলার থেকে নদীতে পড়ে যায়। এসময় ট্রলারের প্রপেলারের (পাখা) আঘাতে গুরুতর আহত হন। নদীতে ঝাঁপিয়ে ছেলে ফরিদ অচেতন অবস্থায় নয়নকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

গাজীপুরে কারখানার দেয়ালের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এসময় জেলেদের ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন