মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণ মামলার আসামি রনি মোল্লাকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৭ অক্টোবর) পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৬
গ্রেফতার রনি মাদবরচর ইউনিয়নের সামাদখারকান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।
র্যাব জানায়, ১৩ সেপ্টেম্বর ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেন রনি।
শিশুটিকে রাত সাড়ে ১০টার দিকে তার (শিশু) বাড়ির সামনে ধর্ষণ করতে যান তিনি। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এলে পালিয়ে যান রনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টাঙ্গাইলে কলেজছাত্রের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তী সময়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠান।
এরপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় রনিকে আসামি করে ১৫ সেপ্টেম্বর শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। রনিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ