মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বাটুল, সম্পাদক সেলিম

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

লোহাগড়া উপজেলা বিপএনপির সভাপতি বাটুল, সম্পাদক সেলিম

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বাষির্ক কাউন্সিল নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ২টা পযর্ন্ত উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি পদে মো. আহাদুজ্জামান বাটুল (চশমা) প্রতীকে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিএম নজরুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ভোট পেয়েছেন ২৬০।

সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) প্রতীকে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী টিপু সুলতান (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬। 

সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার (টিউবওয়েল) প্রতীকে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুজ্জামান (সিলিং ফ্যান) প্রতীকে ভোট পেয়েছেন ১৯৯। 

পৌর বিএনপির সভাপতি পদে মো.মিলু শরিফ (দোয়াত কলম) প্রতীকে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  এস এম শাহিন বিপ্লব (চশমা) প্রতীকে ভোট পেয়েছেন ১৫৯। 


বিজ্ঞাপন


সাধারণ সম্পাদক পদে মোঃ মশিয়ার রহমান সান্টু (মোমবাতি) প্রতীকে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আকিদুল ইসলাম (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৮১।

সাংগঠনিক সম্পাদক পদে এস এ সাইফুল্লাহ মামুন (মাছ) প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জহিরুল ইসলাম জহির (গোলাপ ফুল) প্রতীকে ভোট পেয়েছেন ১৭৫।

নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ। 

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাড. আব্দুল হক ও অ্যাড. আলমগীর মিয়া, খলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিব্দ ইসলাম অমিত ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. গোলাম মোহাম্মদ বলেন, সকাল সাড় ৯ টা থেকে ২ টা পযর্ন্ত শান্তিপূর্ণ পরিবেশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ ভোট গ্রহণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘনেনি।

এ নির্বাচনে ভোট দিয়েছেন ১২ ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা এবং পৌরসভার পৌর  ওয়ার্ড কমিটির  সদস্যরা। প্রতিটি ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন এবং পৌর সভার প্রতিটি ওয়ার্ডে ভোটার ছিল ৫১ জন। উপজেলা ও পৌর বিএনপি মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩১১ জন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর