শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমারখালীতে ৫ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

কুমারখালীতে ৫ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মানদীতে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া বাজার এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতমিখানায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন - কুমারখালীর গোবিন্দপুর গ্রামের কাদের মোল্লার ছেলে আব্দুর রহিম (৩২) ও খোরশেদপুর গ্রামের হাসেফ শেখের ছেলে মো. হাসান (৪৩), খোকসা উপজেলার পূর্ব আমবাড়িয়া এলাকার রহমতের ছেলে মো. লিটন (৩০), পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামের চাঁদ মোল্লার ছেলে শহিদ মোল্লা (৪৯) ও চর বললামপুর এলাকার আইয়ুব আলীর ছেলে সাহেব আলী (৩৫)। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর