বরিশালে ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি ‘হুইসেল ফর ডেঙ্গু’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এই র্যালি করে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব।
বিজ্ঞাপন
এসময় সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে নগরবাসীর মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে, নগরীর নথুল্লাবাদ, আমতলার মোড় এবং চৌমাথা থেকে পৃথক তিনটি র্যালি বের হয়। র্যালিগুলো নির্দিষ্ট সড়ক পদক্ষিণ করে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের পরিচালক আওলাদ খান, আলিমুর রহমান নিহাব ও শোয়েব রহমান নাবিন, প্লানিং বিভাগের প্রধান সমন্বয়কারী নাহিন রেজওয়ান এবং উপদেষ্টা দিপু হাফিজুর রহমানসহ সদস্যরা।
সংগঠনের উপদেষ্টা দিপু হাফিজুর রহমান বলেন, বরিশালে ডেঙ্গর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। তাই ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়াসহ ডেঙ্গু প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

