রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ধান খেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, ওই গ্রামের মতিন মণ্ডলের ধান খেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যার পর কেউ ধান খেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস