চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় পকেটমার চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাতে এক যাত্রীর পকেট কাটার সময় তাদের ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের মো. ইকবাল গাজী (৩০), বাবুরহাট এলাকার মোহম্মদ সাগর (২৮), এবং ফরিদগঞ্জ উপজেলার চর কুমিরিয়া এলাকার সাদ্দাম মিজি (২৭)।
ভুক্তভোগী নূর হোসেন জানান, তিনি রাতে কালীবাড়ি থেকে বাড়ির পথে রওনা দেন। বাগাদী লেবুতলা এলাকায় অটোরিকশা থেকে নামার পর পকেটের টাকা কম পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয় জনতাকে নিয়ে তল্লাশি করলে বাকি টাকা ও একটি ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার হয়।
অন্য ভুক্তভোগী, মতলব জনতা ব্যাংকের কর্মকর্তা শরীফের বাবা, জানান যে, তার সাথে থাকা ৩ হাজার ৯০০ টাকা, এটিএম কার্ড ও আইডি কার্ড চুরি হয়েছে। তিনিও ঘটনাস্থলে এসে পকেটমারদের চিনতে পারেন।
আরেক ভুক্তভোগী আকতার হোসেন গত মাসের ৮ তারিখ ৮০ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর পকেটমারদের কবলে পড়েন। তারা দ্রুততার সাথে টাকা চুরি করে তাকে নিরাপদ স্থানে নামিয়ে দেয়।
বিজ্ঞাপন
চাঁদপুর শহরে দীর্ঘদিন ধরে এ ধরনের পকেটমারির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন সদস্যকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যায়। তাদের ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ভুক্তভোগী নূর হোসেনের মামলা অনুযায়ী তিন পকেটমারকে আটক করা হয়েছে এবং তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/একেবি

