সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এম. এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ গণপরিবহন পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’
এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। স্টেশনে দেখা যায় যে অনেক যাত্রীরা সকালে এসে গাড়ি না পেয়ে পড়েছেন দুর্ভোগে। সিএনজি কিছু চললেও যাত্রীদের অভিযোগ তারা ভাড়া চাচ্ছেন বেশি।
গণপরিবহন পরিষদের নেতারা জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়। কিছু দিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে লাইট ইঞ্জিনে গন্তব্যে গেল লাইনচ্যুত ঢাকা কমিউটার ট্রেন
বিজ্ঞাপন
জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, যত দিন পর্যন্ত সেতুর টোল আদায় বন্ধ না হবে, তত দিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। সুনামগঞ্জের সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।
প্রতিনিধি/ এমইউ

