বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাজিরপুরে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের নাজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করায় সুমন সিকদার (২২) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ছাত্রদল নেতা শহীদ জিয়া কলেজ কমিটির সদস্য ও সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের আফতার আলী সিকদারের ছেলে সুমন সিকদার।


বিজ্ঞাপন


থানা সূত্রে জানা যায়, সুমন সিকদার ও ওই কলেজ ছাত্রীর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। গত (২০ অক্টোবর) রাতে কলেজছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন তাদের বাড়ি গেলে এলাকাবাসী গরু চোর সন্দহে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরবর্তীতে সুমনকে থানা পুলিশের কাছে তুলে দেন তারা।

স্থানীয় ইউপি সদস্য লিপু শরীফ জানান, কলেজছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। রাতে সুমনকে গরু চোর সন্দেহ স্থানীয়রা আটক করলে। ওই কলেজছাত্রী জানায় তার কাছে আসছিল এবং তাদের শারিরীক সম্পর্ক হয়েছে। এলাকাবাসী এটা শুনে মেয়েটির ভবিষতের কথা ভেবে বিয়ের করতে বলে। কিন্তু সুমনকে বিয়ের কথা জানালে বিয়েতে রাজি নন তিনি। বিষয়টি থানা পুলিশ জানলে তারা দুই পক্ষকে নিয়ে থানায় যান। 

আরও পড়ুন

চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সুমন সিকদার কলেজ ছাত্রদলের সদস্য নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান।


বিজ্ঞাপন


শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাইনুল ইসলাম মঈন বলেন, ব্যাপারটি শুনেছি, আমার কমিটি জেলা ছাত্রদলের আওয়াতাধীন। তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল-মামুন জানান, খোঁজ নিয়ে দেখছি, ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুর থানার তদন্ত (ওসি) বিকাশ চন্দ্র সরকার জানান, গত ২০ অক্টোবর ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাড়ি কেউ না থাকার সুযোগে সুমন তার সঙ্গে শারীরিক মেলামেশা করে। সেটা স্থানীয়রা জানতে পেরে ধাওয়া দিয়ে সুমনকে আটক করে। স্থানীয়ভাবে বিয়ের ব্যবস্থা করতে চাইলে সুমন রাজি না হলে এলাকাবাসী থানায় সোপর্দ করেন। পরে সন্ধ্যায় ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর