বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জের সাবেক এমপি মানিক দুদিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাকে ১০ দিনের রিমাণ্ড নেওয়ার আবেদন করেছিল।

সোমবার (২১ অক্টোবর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জর করেন।


বিজ্ঞাপন


সুনামগঞ্জের মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়ালি আশরাফ খা বিষয়টি নিশ্চিত করে জানান, একই মামলায় পুলিশ মুহিবুর রহমান ছাড়া আরও ৩২ জন আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে মামলার এজহারভুক্ত আরও দুই আসামি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও জেলা ছাত্রলীগের নেতা রিগ্যান আহমদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৩০ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। এই ৩০ জনের নাম মামলার এজহারে ছিল না।

আরও পড়ুন

চট্টগ্রামে আ.লীগ নেতা মধু আলমগীর গ্রেফতার

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গত ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকা থেকে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় আনা হয়। ১০ অক্টোবর তাকে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

thumbnail_20241021_113618


বিজ্ঞাপন


সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ওই দিনের ঘটনায় আহত হয়েছিলেন। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন