সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০২২, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের বদরগঞ্জে চঞ্চলা রানী (২২) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে বদরগঞ্জ পৌর শহরের শংকরপুর তেলীপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ ময়না তদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


বিজ্ঞাপন


এলাকাবাসী সূত্রে জানায়, শনিবার (২৮ মে) সকাল সাড়ে দশটার দিকে ওই গৃহবধূর স্বামী বিষু অধিকারী কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় শয়ন কক্ষে হঠাৎ তার স্ত্রীর চিৎকার শব্দ শুনে ঘরে ঢোকেন। দেখেন, রক্তাক্ত গলাকাটা অবস্থায় স্ত্রী চঞ্চলা রানী মেঝেতে পড়ে ছটফট করছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই চঞ্চলার মৃত্যু হয়। 

পরে থানায় খবর দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের স্বামী বিষুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষু অধিকারী বলেছেন, ‘আমার স্ত্রীর সঙ্গে কোনো ধরনের ঝগড়া বিবাদ নেই। সে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এরমধ্যে রংপুরে নিয়ে তার উন্নত চিকিৎসা করানো হয়। নিজে নিজে সে আবোল-তাবোল কর্থা-বার্তা বলতো। সে নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যা করেছে।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঢাকা মেইলকে বলেন, গলাকাটার ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের খবর পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন