মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা-ঈশ্বরগঞ্জ সড়কের তেরশিরা মধ্যপাড়া এলাকায় সরকারের মার্কিং করা রাস্তার চারটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয়রা জানান, বিক্রিত চারটি গাছের মূল্য লাখ টাকা ছাড়িয়ে যাবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ

এদিকে গাছের বেপারি তোরাব আলী জানান, তিনি চারটি গাছ কিনেছেন ৩০ হাজার টাকায়। তেরশিরা গ্রামের মৃত কাজিম উদ্দিনের পুত্র শামসুল হক এ গাছ বিক্রি করেছেন। গাছগুলো যে সরকারি রাস্তার তা আমার জানা ছিল না। 

শামসুল হকের স্ত্রী শামছুন নাহার জানান, আমাদের পরিবারের লোকজনেই এ গাছ রোপণ করেছে। এখন রাস্তা করবে, তাই এলাকার লোকজন সালিশ-দরবার করে আমাদের গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিতে বলছে। তাই আমরা গাছ বিক্রি করে দিয়েছি।

আরও পড়ুন: গোয়াইনঘাটে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু-পাথর জব্দ


বিজ্ঞাপন


অপরদিকে তেরশিরা গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র মতিউর রহমান জানান, গাছগুলোতে ইতোপূর্বে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ মার্কিং করে যান। জমির সীমানা নির্ধারণ করে গাছগুলো সরকারি রাস্তায় হওয়ায় সেগুলোও সরকারিভাবে কাটার উদ্যোগ নিয়েছলো। সে জন্য গাছগুলোতে মার্কিংও করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, সরজমিনে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর