সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১০০-১২০ জন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটির আবেদন করেন।


বিজ্ঞাপন


ওইদিন রাত সাড়ে ১২টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। তিনি বলেন, আদালতের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হীরাঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ১, ২ ও ৩ নম্বর আসামির নির্দেশে আসামিরা ভিকটিমকে পরপর দুটি গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর